Published On: Wed, Jan 9th, 2019

ছেড়ে চলে গেলেন অভিষেক, ঐশ্বর্য

বছর শুরুতেই খারাপ খবর! দূরে চলে গেলেন অভিষেক-ঐশ্বর্য ! শোরগোল বলিপাড়ায়!

অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’-এ অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনের। ঠিক ছিল, জানুয়ারি মাসের শুরুতেই শুরু হবে শুটিং। কিন্তু, আপাতত সেই পরিকল্পনায় মাটি! ছবি থেকে সরে গেলেন খোদ বচ্চন দম্পতি।

৮ বছর আগে মনি রত্নমের ‘রাবন’-এ শেষবারের মত একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্যকে। এরপর দীর্ঘ প্রতীক্ষা! অবশেষে, ‘মনমর্জিয়া ‘-র শুটিংয়ের সময় হঠাৎ করেই খবর শোনা জানা যায়, অনুরাগ কাশ্যপের আগামী প্রজেক্টে একসঙ্গে অনস্ক্রিনে দেখা মিলবে অভিষেক, ঐশ্বর্যর!

অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’-য় ভিকি কৌশল, তপসি পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। ফিল্ম সমালোচকরা প্রশংসা করলেও বক্স অফিসে সাফল্য মেলেনি! সেই কারণেই কি অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ থেকে সরে গেলেন অভিষেক-ঐশ্বর্য ? মিঞা-বিবি কেউই এই বিষয়ে মুখ খোলেননি !