Published On: Sat, Sep 9th, 2017

দুই মাস পর আমাগী সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য প্রায় দুই মাস লন্ডনে অবস্থানের পর আমাগী সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার হয়। লন্ডনে খালেদা জিয়া তার পায়েরও চিকিৎসা করান।

মির্জা ফখরুল বলেন, ‘উনার (খালেদা জিয়া) আর্থারাইটিসের যে ব্যাথাটা আছে, উনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, এটার চিকিৎসা চলছে এখন। আমরা আশা করি যে, আগামী সাপ্তাহের মধ্যে এটা শেষ হবে। এরপরই উনি চলে আসবেন।’

বিএনপি নেত্রীর সঙ্গে সোমবার কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সাথে গতকালও (সোমবার) উনার কথা হয়েছে। উনি বলেছেন, আমি দ্রুত আসার চেষ্টা করছি।’

সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি মহাসচিবের পাশে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>